নির্বাচিত

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছয় জন গ্রেফতার

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৬:২৭ প্রিন্ট সংস্করণ

হাবিবুল্লাহ বাহার হাবিব:

সাতক্ষীরা থানা পুলিশের অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ০১ টি পিস্তল সাদৃশ্য ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলি এবং মোট ২২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মোট ০১ কেজি গাঁজাসহ মোট ০৬ জন আসামী গ্রেফতার।

খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় খুলনা রেঞ্জ ব্যাপি অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযান ঘোষনার আলোকে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ০১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ উল্লেখযোগ্য পরিমান মাদকদ্রব্য উদ্বারসহ আসামী গ্রেফতার করা হয়। যাহা নিন্মরুপ-

উদ্ধার অভিযান (১)-থানার এসআই(নিঃ)/মোঃ শাহজালাল সঙ্গীয় এএসআই/গোলাম মোস্তফা, এএসআই/জিয়াউর রহমান ইং-১৯/০২/২০২৩ তারিখ ২৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন ৩নং বৈকারী ইউপির বৈকারী গ্রামস্থ ক্লাব মোড়ে জনৈক মোঃ আহাদ আলী, পিতা- মৃত বাবর আলী মন্ডল এর মুদি দোকানের সামেন পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মহিউদ্দীন শেখ(৩০), পিতা-মৃত আব্দুল আজিজ শেখ ,বর্তমান: গ্রাম- বৈকারী (২নং ওয়ার্ড বৈকারী) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে একটি পিস্তল সাদৃশ্য ওয়ান শুটার গান এবং এক রাউন্ড গুলি লম্বা অনুঃ ৩ ইঞ্চি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।উদ্ধার অভিযান (২)- থানার এসআই(নিঃ)/হাসানুর রহমান সঙ্গীয় এএসআই/আনিচুর রহমান, এএসআই/সাইমুন ঢালী ইং-১৯/০২/২০২৩ তারিখ ১৯.৫০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন আলীপুর ইউনিয়নের গাংনিয়া (মাহমুদপুর) সাকিনস্থ আলীপুর টু ভোমরাগামী মহাসড়কের গাংনিয়া ব্রীজের উপর হইতে আসামী মোঃ হোসেন মোড়ল(৩৩), পিতা-মোঃ আব্দুল হক, মাতা-মোছাঃ রেবেকা সুলতানা, গ্রাম- গাংনিয়া (মাহমুদপুর) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৭৫(পঁচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ৭.৫ গ্রাম, মুল্য অনুমান ২২,৫০০/- টাকা। উদ্ধার অভিযান (৩)- থানার এসআই(নিঃ)/মোস্তাক আহামেদ সঙ্গীয় এএসআই/আব্দুল আলীম, এএসআই/মামুন অর রশিদ ইং-১৯/০২/২০২৩ তারিখ ২৫.২৫ ঘটিকায় সাতক্ষীরা পৌরসভাধীন ইটাগাছা গ্রামস্থ সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আজিজুল ইসলাম ভন্ডল(৩০), পিতা-মৃত রজব আলী সরদার ,স্থায়ী: গ্রাম- ইটাগাছা (বাঙ্গালের মোড়) নউপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরা কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- টাকা।
উদ্ধার অভিযান (৪)- থানার এসআই(নিঃ)/তন্ময় কুমার বসু সঙ্গীয় এএসআই/শাহানুর আলম ও কং/ রতন কুমার ইং-২০/০২/২০২৩ তারিখ ০০.২০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন কামালনগর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মামুন(৩০), পিতা-মোঃ মাকফুর সরদার ,স্থায়ী: গ্রাম- ঘোনা (কাজীপাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরা কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১০,০০০/- টাকা।
উদ্ধার অভিযান (৫)-থানার এসআই(নিঃ)/মোস্তাক আহামেদ সঙ্গীয় এএসআই/আব্দুল আলীম, এএসআই/মামুন অর রশিদ ইং-১৯/০২/২০২৩ তারিখ ১৬.১৬ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন ভাদড়া গ্রামস্থ মোঃ মঞ্জুরুল আলাম (৪৭), পিতা-আব্দুল মতি মোল্যার বাড়ীর সামনে আবাদের হাট হতে ভাদড়া বাজার গামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ খালিদ হাসান(৩২), পিতা-মোঃ আব্দুল্লাহ ,স্থায়ী: গ্রাম- ভাদড়া, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরা কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযান (৬)- থানার এসআই(নিঃ)/পিন্টু লাল দাস সঙ্গীয় এএসআই/আবু সুফিয়ান ও ফোর্স ইং-২০/০২/২০২৩ তারিখ ভোর ০৫.১০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন শাকরা সাকিনস্থ শাকরা বাজারের জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হইতে আসামী কালাম সরদার, পিতা-আব্দুল হোসেন, সাং-শাখরা বাজার, থানা ও জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content