দেশজুড়ে

প্রয়োজনে বাড়ীতে ত্রান পৌঁছে দেবো- মেয়র কিবরিয়া

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪২:০০ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে ফুলবাড়িয়া পৌর এলাকায় জীবানু নাশক স্প্রে, সামাজিক দূরত্ব বজায় রাখতে পৌর বাজারের নিত্য পণ্যের দোকান কাঁচাবাজার কে ৫টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। পৌর এলাকার গরিব মানুষের ত্রান বিতরণে অনিয়মের কোন সুযোগ নেই তবে পৌর কাউন্সিলরগণ নির্বাচনকে সামনে রেখে ত্রান বিতরণের তালিকা প্রস্তুতে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কিন্তু আমি কোন গরিব মানুষ অনাহারে থাকতে দেবো না। প্রয়োজনে বাড়ীতে ত্রান পৌঁছে দেবো।

বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে পৌর সভার প্রস্তুতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া মতবিনিময়কালে এসব কথা বলেন।  এ সময় পৌর সচিব হারুনুর রশিদ সহ বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Powered by