প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৬:৫৬:১৫ প্রিন্ট সংস্করণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ত্রিশাল চৌরাস্তায় নজরুল কলেজ বাজার আবর্জনায় অপরিষ্কার অবস্থায় সয়লাব।শহর কর্তৃপক্ষের পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীরা আবর্জনা সরালেও পরক্ষনেই আবার আবর্জনায় সয়লাব হয়ে যায়।
নজরুল কলেজ বাজার গেইট গুলিতে দোকানের মালামাল রাখায় আনাগোনা করতে পারছে না ক্রেতারা।
করোনা কালীন এ পরিস্থিতিতে রোগ-ব্যাধি প্রতিরোধে জনার্কীর্ণ স্থান ত্রিশাল নজরুল কলেজ বাজার সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।