দেশজুড়ে

মিনিস্টার ইলেকট্রনিক্সের ঈদ সালামি অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পেলেন ৩ জন

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ৪:৩৭:৩৪ প্রিন্ট সংস্করণ

মাইওয়ান গ্রুপ নিয়ে এসেছে ‘কোটি কোটি টাকার ঈদ সালামি অফার’

সম্প্রতি কোটি কোটি টাকার ঈদ সালামি অফারে মিনিস্টার ফ্রিজ কিনে বরগুনা বেলপাড়ার  ফয়সাল আহম্মেদ ও ঝিনাইদহ কোটচাঁদপুরের আনিসুর রহমান ১০০% ফ্রি এবং গাজীপুর টঙ্গীর ফাহাদ বিন জামান ফ্রিজ কিনে পেয়েছেন ৫০%  ফ্রি! এই অফারটি আগামী কোরবানীর ঈদ পর্যন্ত চলমান থাকবে।

আসন্ন ঈদকে কেন্দ্র করে মিনিস্টার – মাইওয়ান গ্রুপ নিয়ে এসেছে কোটি কোটি টাকার ঈদ সালামি অফার। এই অফারে মিনিস্টার পণ্য কিনে জিতে নিতে পারেন কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার ও  মিনিস্টার এর পণ্যসহ নিশ্চিত উপহার একদম ফ্রি।

উল্লেখ্য, মিনিস্টার – মাইওয়ান গ্রুপ এর যেকোন শো-রুমে থেকে কোন ডাউন পেমেন্ট ছাড়াই মিনিস্টার পণ্য ক্রয় করে মাসে মাসে কিস্তি দেওয়ার সুযোগ তো থাকছেই। এছাড়াও মিনিস্টার এসিতে এক্সচেঞ্জ অফারে ৩০% ডিসকাউন্ট এবং নগদে এসি ক্রয়ে রয়েছে ১৭% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও, মাত্র ৯,৯৯৯ টাকায় এলইডি টিভি ও ২৩,৯০০ টাকায় ফ্রিজ

মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, ক্রেতা সাধারনের জন্য মিনিস্টার মাইওয়ান গ্রুপ সব সময় ক্রেতাবান্ধব অফার দিয়ে থাকে এবং ভবিষ্যৎ এ এই ধারাবাহিকতা বজায় রাখবে।

আরও খবর

Sponsered content