ঢাকা

এবার বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহীর মৃত্যু

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:১০:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

এগারো জেব্রার মৃত্যুর রেশ না কাটতেই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে।

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে অসুস্থতার কারণে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। সিংহীটির বয়স আনুমানিক এগারো বৎসর।

গত ১১আগস্ট মাসে প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলমের পরামর্শ মোতাবেক অত্র পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা প্রদান অব্যাহত রাখেন।

এরপর, বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়। সর্বশেষ ২ ফেব্রুয়ারি আনুমানিক বিকালে সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শায়িতভাবে কাঁপতে থাকে। পার্কের ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা প্রদান করেন। আজ সকালে পূর্বের ন্যায় শ্বাসকষ্ট হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারী সার্জন চিকিৎসা প্রদান করেন। যথাবিধি চিকিৎসা প্রদানের পরেও একটার দিকে সিংহীটিকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।

আরও খবর

Sponsered content

সবুজের বুকে লালা ছোঁয়া, পাহাড়ের পাদদেশে দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্প

রামপালে ব্যবসায়ী সাইফুজ্জামানের মানবিকতা

রংপুরে অবসরপ্রাপ্ত এনএস আই পরিবারের সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।

দুপচাঁচিয়ায় মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন

স্রোতস্বিনী গাজনার বিল এখন কৃষি জমি

Powered by