আন্তর্জাতিক

ভারতের মিজোরামে পরপর ৪ দিন ভূমিকম্প

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ১২:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

ভারতের মিজোরাম রাজ্যে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকালে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এ নিয়ে টানা চারদিন ভূমিকম্প আঘাত হানল মিজোরাম রাজ্যে। খবর হিন্দুস্তান টাইমসের।

মিজোরামে প্রথম ভূমিকম্প অনুভূত হয় রোববার। এরপর সোম ও মঙ্গলবারের পর সবশেষ আজ বুধবারও ভূমিকম্প অনুভূত হলো।
রাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলেছে, বুধবার সকাল ৮টা ২ মিনিটে রাজ্যের চম্ফাই শহরের ৩১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমাংশে এ ভূমিকম্প অনুভূত হয়।
মঙ্গলবার মিজোরাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন অধিদপ্তর জানায়, গত তিনদিনের ভূমিকম্পে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বেশকিছু জায়গায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। কমিউনিটি হল, গির্জাসহ বেশকিছু দালানের ছাদ ভেঙে পড়েছে ও কিছু দালানের দেয়ালে ফাটল ধরেছে। এছাড়া পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর

Sponsered content

‘হার্ড ইমিউনিটি’ই কি ধার কমাচ্ছে করোনার?

গ্যাসলাইন বৈধ করার কথা বলে হাতিয়ে নেয়া কোটি টাকা ফেরৎ পেতে এলাকাবাসীর মানববন্ধন

রায়গঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ

কলাপাড়ায় নন এমপিও শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর

“করোনাকে ভয় নয় সবাই মিলে করবো জয়”

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

চকবাজারে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামে দুটি কোচিং সেন্টারকে জরিমানা চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ওরাকল ও বিসিএস হেল্প লাইন নামক দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান অব্যাহত রাখায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সূত্রের খবরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা একই ছাদের নিচে ছাত্রদের জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Powered by