রাজশাহী

সিরাজগঞ্জে বিশ্ব ক্লাব ফুট দিবস পালিত

  প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৭:১০:৩৩ প্রিন্ট সংস্করণ


এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ এর নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং ওয়াক ফর লাইফ ক্লাবফুট প্রোগ্রাম এ যৌথ উদ্দোগ্যে বিশ্ব ক্লাবফুট দিবস ২০২৩ পালন করা হয়েছে। ৫ই জুন সোমবার দুপুরে সিরাজগঞ্জ এর নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর হল রুমে আয়োজিত ক্লাবফুট দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থবঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুল ওয়াহিদ (সাকিব)। ওয়াক ফর লাইফ ক্লাবফুট ক্লিনিকের পনসেটি প্রাকটিশনার সিরাজগঞ্জের ক্লিনিক ম্যানেজার মমতাজ সুলতানা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর হাসপাতালের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম। এসময় ওয়াক ফর লাইফ এর কমিউনিকেশন ম্যানেজার মোঃ মঈনুদ্দীন খালেদ, ফিজিওথেরাপিস্ট নুর মোহাম্মাদ সৌরভ, কাউন্সেলর মোঃ আব্দুল জলিল এবং ক্লাবফুট মুক্ত শিশু ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, ওয়াক লাইফ প্রোগ্রামটি বিশ্বের বৃহত্তম একটি ক্লাবফুট প্রেগ্রাম ও একটি রোল মডেল। গরে বত্রিশ হাজার এর বেশি শিশুকে প্রতিরোধযোগ্য এই প্রতিবন্ধকতার হাত থেকে ফিরিয়ে স্বাভাবিক জীবন উপহার দিয়েছে। সিরাজগঞ্জ জেলায় বর্তমানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এ এই কার্যক্রম পরিচালনা করছে। ক্লিনিকটিতে এ পর্যন্ত প্রায় ১ হাজার ১শত ৯৭ জন শিশুর ক্লাবফুট বা মুগুর পা চিকিৎসার আওতাভুক্ত করেছে। যার মধ্যে ৯শত ৪৫ শিশুকে টনোটমি নামক অপারেশন করা হয়েছে। প্রায় ১হাজার ১শত ৯০জন শিশু কে ব্রেস ফলোআপ চিকিৎসার আওতায় রয়েছে। সপ্তাহে প্রতি সোম ও বৃহস্পতিরার এ ক্লিনিকটিতে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। মুগুর পায়ের চিকিৎসার পাশাপাশি এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ওয়াক ফর লাইফ সিরাজগঞ্জ জেলা ও উপজেলা সমূহে বিভিন্ন সচেতনতা মূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত করে। এছাড়াও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সংস্থাটি দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে অর্থোপেডিক সার্জন, চিকিৎসক ও নার্সদের জন্য ক্লাবফুট এর নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করে থাকে। ক্লাবফুট বা “মুগুর পা” নিয়ে জন্মানো কোন শিশুকে যেন সুচিকিৎসার অভাবে প্রতিবন্ধী জীবনের শিকার না হতে হয় এবং বাংলাদেশে ক্লাবফুট নিয়ে জন্মানো সকল শিশুদের যথাযথ সুযোগ-সুবিধা ও তথ্যদানের মাধ্যমে জন্মের পর যত দ্রুত সম্ভব চিকিৎসা নিশ্চিত করাই ওয়াক ফর লাইফ প্রকল্পটির মূল লক্ষ্য। তাই আসুন, সচেতন হই, এখন সময়। জন্মের সাথে সাথে ক্লাবফুট শিশুদের পনসেটি পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিত করি। ক্লাবফুট চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ করুন ০১৭১৯-৩৫৪০১১, ০১৩১৭-৯৯২০২০। আলোচনা অনুষ্ঠান পূর্বে সিরাজগঞ্জ এর নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর সামনে থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে।

Powered by