চট্টগ্রাম

সীতাকুণ্ডের গুলিয়াখালী সীবীচে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৮:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড(চট্টগ্রাম) :

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী বীচে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।

বুধবার (৫ জুলাই)  দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সী বিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ মেহেদী হাসান কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম এবং নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরে তল্লাশি চালায়। জানা যায়, কুমিল্লা থেকে ১৪ জনের একটি পর্যটক দল সকালে উপজেলার গুলিয়াখালী সীবীচে বেড়াতে আসে। তারা দুপুর সাড়ে ১২ টার সময় সাগরে গোসল করতে নামে। এসময় সাগরের জোয়ারের শ্রোতে মেহেদী পানিতে তলীয়ে যায়। বাকীরা তাকে প্রথমে খুঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দীর্ঘক্ষণ নিখোঁজ মেহেদীর সন্ধানে ব্যাপক তল্লাশি চালিয়েও এ রির্পোট লিখা পর্যন্ত (বিকাল সাগে ৫টা) উদ্ধার করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করে ৫নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, কুমিল্লা থেকে আসা ১৪ জনের একটি পর্যটকদের এক সদস্য গোসল করতে নেমে জোয়ারের পানিতে ভেসে যায়। পূর্ণিমা চলাতে সাগর এখন উত্তল যার ফলে সাগরের বড় ঢেউয়ের তোড়ে ওই যুবক পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরি টিম উদ্ধার কাজে এগিয়ে এসে তল্লাশি চালায়। সীতাকুণ্ড 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, কুমিল্লা থেকে আসা ১৪ জনের মধ্যে তিনজন সাগরে গোসল করতে নামে তারমধ্য মেহেদী নামে এক যুবক জোয়ারের পানিতে তলিয়ে যায়। তার সাতার না জানার ফলে এঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

আরও খবর

Sponsered content