প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৭:৫১:৫০ প্রিন্ট সংস্করণ
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট -এর বিচারপতি আহমেদ সোহেল।
শনিবার (২২ জুলাই) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আবু ইব্রাহীম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, যুগ্ম-জেলা জজ মো.সাঈদুর রহমান, যুগ্ম-জেলা জজ মো.আনিছুর রহমান, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মো.মেহেদী হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী জজ মো.কামরুজ্জামান, সহকারী জজ মাসুমা রহমান, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবীর, অফিসার ইনচার্জ এস এম কামরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, সেরেস্তাদার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর বিচারপতি আহমেদ সোহেল বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর আগে সকালে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসানের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির আয়োজনে মেডিয়েশন বিষয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিচারপতি আহমেদ সোহেল উপস্থিত ছিলেন।