আইন-আদালত

জামালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৫:১৬:১৮ প্রিন্ট সংস্করণ

জামালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে জামালপু‌রের বকশীগ‌ঞ্জে সু‌হেল বাবু (২২) নামে এক যুবেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৪ আগষ্ট) দুপু‌রে বকশীগঞ্জ পৌর শহ‌রে মিয়াপাড়া থে‌কে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের এ দণ্ড দেয়া হয়। 

ভ্রাম‌্যামাণ আদালত প‌রিচালনা ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহা‌র ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতাউর রাব্বী। এসময় থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) সো‌হেল রানা উপ‌স্থিত ছি‌লেন। 

সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতাউর রাব্বী জানান,  উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে সু‌হেল বাবু‌কে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।