বাংলাদেশ

প্রথমবার দেশের রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৬:৪২:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতিতে প্রথমবার দেশের রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সাপ্তাহিক ইকোনমিক ইন্ডিকেটরে এ তথ্য প্রকাশ করে।

আইএমএফের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬ অনুসারে এখন দেশের রিজার্ভ ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন জায়গায় বিনিয়োগসহ প্রচলিত মূল্যে রয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি জুলাই মাসের শুরু থেকেই কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্টস এবং বিপিএম-৬ সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে রিজার্ভের হিসাবায়ন শুরু করেছে।

আরও খবর

Sponsered content

Powered by