দেশজুড়ে

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৬:২০:২৯ প্রিন্ট সংস্করণ

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ইউএনও পার্কের নিকটে ২২০ নং বড়াল রেলব্রীজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।


বাগাতিপাড়া এলাকায় রেলে কর্মরত লাইন মিস্ত্রি আব্দুল আজিজ এই তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয় ওই যুবক মানসিক প্রতিবন্ধী। রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বড়াল রেলব্রীজ অতিক্রম করার সময় ওই ব্রীজের ওপর দাঁড়িয়ে থাকা মানসিক প্রতিবন্ধী ওই যুবক হাত নাড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করে।


এসময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রেলব্রীজের গার্ডারে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন ওই যুবক মানসিক প্রতিবন্ধী এবং ইতোপূর্বে ওই এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখা গেছে।
এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার ইন্সপেক্টর হারুনুজ্জামান রুমেল বলেন, ঘটনাটি তারা নিশ্চিত হয়েছেন এবং তাদের অফিসাররা ঘটনাস্থলে যাওয়ার জন্য ইতিমধ্যে বের হয়েছেন। পরবর্তীতে তার বিষয়টি জেনে ব্যবস্থা নিবেন।
ছবি ক্যাপশন: নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু ।

আরও খবর

Sponsered content