চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:২৬:১৬ প্রিন্ট সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত সেপ্টেম্বর বেসিক এডুকেশান ও লিটারেসি মাস উদযাপন ও রোটারি জেলা গর্ভনর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান এর জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের নাছিরাবাদ তুলাতলীস্থ চারুলতা বিদ্যাপীঠে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মধ্যে শুকনো খাদ্য বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিন জেলা গর্ভনর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান এর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

ক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গর্ভনর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সচিব পিপি মোঃ আকবর হোসেন, সাবেক জেলা সচিব সিপি মোহাম্মদ শাহজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, এসিস্ট্যান্ট গর্ভনর ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারী ড: আয়েশা আফরিন, রোঃ ফাউজুল কবীর, রোঃ নাঈম হাসান, রোঃ কাউসার আহমেদ, রোঃ আশরাফ ইফতি, রোঃ ফয়সাল বাতিন।

প্রধান অতিথি বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং সবসময় সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে থাকে, তাদের কল্যানে কাজ করে। আজকের এ আয়োজনের ফলে সুবিধা বঞ্চিত শিশুরা স্কুলমুখী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।