চট্টগ্রাম

শ্বশুর বাড়ীতে আগুন দেয়ায় জামাই গ্রেপ্তার

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩০:৫৬ প্রিন্ট সংস্করণ

শ্বশুর বাড়ীতে আগুন দেয়ায় জামাই গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুরবাড়ীতে আগুন দেয়ার ঘটনায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক জামাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) বন্দর নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জামাই মোঃ রকিবুল হাসান মিন্টু (৩৬) আনোয়ারা উপজেলার মাহাতা ইউনিয়নের মোঃ কাজী মিয়ার ছেলে। সে গত ১০ বছর ধরে পলাতক ছিলো।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রকিকের সাথে ফিরোজা আক্তার নামে এক নারীর বিয়ে হয়। এরপর ২০১৩ সালের ১১ জুন রাতে রকিব তার সহযোগীদের নিয়ে তার শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়িটির প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রকিব। তবে তার অনুপস্থিতিতে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, দন্ডপ্রাপ্ত আসামি ১০ বছর ধরে পলাতক ছিলেন। শুক্রবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by