ঢাকা

পুলিশ পরিচয়ে নারীদের তুলে নিত ওরা!

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৬:১৯:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের কয়েকটি ঘটনার তিনজনকে আটক করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সামনে ও পেছনে পুলিশ লেখা একটি মোটরসাইকেল, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও জ্যাকেটসহ ছিনতাইকৃত স্বর্ণালংকার ও ১২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

রোববার (১৪ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২ মার্চ ভাঙ্গা-পুকুরিয়া সড়কের মধ্যবর্তী স্থানে তারা অটো বাইকের গতিরোধ করে পুলিশ পরিচয় দিয়ে অকথ্য গালাগাল করে অটোচালককে তাড়িয়ে দেয়ার পর নারী যাত্রীকে জবরদস্তি করে মোটরবাইকে তুলে ফাঁকা জায়গায় নিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্তে নেমে এমন আরো কয়েকটি ঘটনার সন্ধান পায় পুলিশ।

গত ১২ মার্চ পুলিশ ঘটনার হোতা শাকিল আহমেদ রুবেলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক ১৩ মার্চ মাদারীপুরের রাজৈর থেকে চক্রের আরেক সদস্য সঞ্জয় হালদারসহ দুজনকে আটক করা হয়। তারা চলতি মাসে বিভিন্ন স্থানে এ ধরনের ৬টির বেশি ঘটনা ঘটিয়েছে বলেও জানায় পুলিশ।

এ ছাড়া আসামি শাকিল আহমেদ রুবেলের নামে বিভিন্ন থানায় ৩টি ছিনতাই মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরও খবর

Sponsered content

Powered by