রাজশাহী

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূ সখিনা হত্যা মামলারআসামি গ্রেফতার ও বিচারের দাবি

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৬:৫১:৩৭ প্রিন্ট সংস্করণ


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে অন্তঃসত্বা গৃহবধূ সখিনা খাতুন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। শনিবার বেলা ১১ টায় উপজেলার ছাতুনতলা বাজারে একটি হোটেলে সখিনার পরিবার ও এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নিহত সখিনা খাতুনের ছোট বোন সাবিনা খাতুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে আমার বোনকে (সখিনা খাতুন)। এঘটনায় থানায় মামলা হয়েছে। অথচ আমার বোনের হত্যাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছেন। অজানা কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না। এছাড়া মামলার পর থেকে আসামিরা আবারও আমাদের পরিবারের লোকজনদের মারপিট এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এতে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে আমার পুরো পরিাবার। তিনি আরও বলেন, পূর্ব শত্রæতার জেরে এবং মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে গত ২৭ মার্চ আমাদেরই প্রতিবেশি একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। এতে অন্তঃসত্বা সখিনাসহ পরিবারের আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত সখিনা গত ৮ জুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান । তার মৃত্যুর পর গত ১২ জুন থানায় হত্যা মামলা করা হয়। মামলার পরও আসামিরা গ্রেফতার হয়নি। হত্যাকারীদের বেপরোয়া আচারণ দেখে পুরো পরিবার আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। এঅবস্থায় স্বজনরা হত্যা মামলার আসামীদের দ্র“ত গ্রেফতার ও বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনের নিহত সখিনা খাতুনের বাবা সেকেন্দার আলী, স্থানীয় আ.লীগ নেতা মোশারফ হোসেন, রুহুল আমিন, আব্দুলি মান্নানসহ নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, মারপিটের একটি ঘটনায় সখিনার বাবা থানায় মামলা করেন। দীর্ঘদিন পর চিকিৎসার এক পর্যায়ে সখিনা মারা গেলে ওই আগের মামলায় ৩০২ ধারা অর্থাৎ হত্যা মামলা সংযুক্ত করা হয়। এ মামালায় আসামিরা বিজ্ঞ আদলত থেকে জামিনে আছেন। এখানে পুলিশের কিছুই করার নেই।

আরও খবর

Sponsered content

Powered by