দেশজুড়ে

নারায়নগঞ্জ থেকে ক্রমাগত আগতদের জন্য আতঙ্কিত  পটুয়াখালিবাসী

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৭:৩৪:১০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : নভেল করোনা ভাইরাস বিশ^ব্যাপী মহামারি রুপ ধারন করেছে প্রতিনিয়ত বিশ^ব্যাপী বইছে মৃত্যুর মিছিল বাংলাদেশও এই ভংঙ্কর ভাইরাসের কড়ালগ্রাসে ইতোমধ্যে দুই হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে বাংলাদেশের জেলা গুলোর মধ্যে ঢাকানারায়নগঞ্জ জেলায় এই ভাইরাসের সংক্রাম বেশি দেখা গেছে এর ফলে এই জেলাগুলো লকডাউন হওয়া সত্যেও প্রতিনিয়ত লোকজন পালিয়ে দেশের বিভিন্ন জেলার প্রবেশ করছে। 

পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় নারায়নগঞ্জের গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন পেশাজিবী লোক তাদের গ্রামের বাড়ি আসছে তারা নিজেরাও জানে না তাদের শরীরে এই ভংঙ্কর ভাইরাস আছে কিনা। 

সরকারের নির্দেশনা অনুযায়ী আক্রান্ত জেলা থেকে অন্য জেলায় কেউ আসলে তাদেরকে অবশ্যই ১৪দিন হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে কিন্তু নারায়নগঞ্জ থেকে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় প্রতিনিয়ত যারা আসছে তারা মানছেনা কোন হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বিধিনিষেধ এর ফলে আতঙ্কিত ঝুকির মধ্যে আছে পটুয়াখালী জেলাবাসী ইতিমধ্যে নারায়নগঞ্জ থেকে আসা গার্মেন্টস শ্রমিকের কারণে পটুয়াখালী জেলায় দুই জনের মৃত্যু হয়েছে

গলাচিপা উপজেলা থেকে দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি ইমরান হোসেন জানায়, ১৬এপ্রিল বৃহষ্পতিবার উপজেলার চরবিশ্বা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে সরদার বাড়ী প্যাদা বাড়ীতে নারায়নগঞ্জ থেকে দুই জন গার্মেন্টস কর্মী মোস্তাফিজ নাসির সরদার এসেছে তাদের মধ্যে নাসির সরদার অসুস্থ্য কিন্তু তারা মানছে কোন বিধিনিষেধ নিয়ে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তারা ব্যবস্থা না নিয়ে বিষয়টি এড়িয়ে যায় এছাড়া সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া ইউনিয়ন থেকে হাচান জানান, সিকদার বাড়ীর মোঃ জুয়েল সিকদার মোঃ কাওসার সিকদার দুই ভাই গার্মেন্টস কর্মী ১৪ এপ্রিল গ্রামে এসেছে তাদের সাথে দেখা করছে এলাকার অন্যান্য যুবক বন্ধুবান্ধব এতে করে এলাকর সকলে করোনা আতঙ্কে ভুগছে বিষয়ে প্রশাসনে জানালে তারা জানায় প্রতি বাড়িতে বাড়িতে আমরা পুলিশ পাহাড়া দিতে পারি না যার ফলে অন্য জেলা থেকে আগুন্তকদের জন্য প্রতিনিয়ত করোনা আতঙ্কে ভুগছে পটুয়াখালী জেলাবাসী পটুয়াখালী জেলাবাসীর দাবী যাতে করোনা আক্রান্ত জেলা থেকে এই জেলায় কেউ প্রবেশ করতে না পারে এবং যদিও কেউ প্রবেশ করে তাহলে তাদের অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ম মানতে হবে