খেলাধুলা

২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলে থাকছেন প্রিন্স

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২১ , ৭:৩২:২৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন অ্যাশওয়েল প্রিন্স। ফাইল ছবি

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। ২০২২ বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত তাঁকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে জিম্বাবুয়ে সফরে তাঁকে অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রিন্সের অধীনে জিম্বাবুয়ে সিরিজে ব্যাটসম্যানরা বেশ ভালো করেছিল। সে সময় বিসিবি জানিয়েছিল, জিম্বাবুয়ে সফরে ভালো করলে বিসিবি তাঁকে লম্বা সময়ের জন্য বিবেচনা করবে। এরপর সিরিজ শেষে বিসিবি তাঁর কাজ নিয়ে ইতিবাচক থাকার কথা জানিয়েছিল। প্রিন্সকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজকের পত্রিকাকে বলেছেন, ‘প্রিন্সের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত তাকে আমরা ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’

এর আগে জিম্বাবুয়ে সফর শেষে প্রিন্স দেশে ফিরে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্স দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ২০ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে প্রিন্সের।

Powered by