প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৫:২১:২৩ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নে রসুলপুর গ্রামে, তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাতের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার (০৩/১০/২৩) বিকাল ৪ ঘটিকায় চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান শামিউল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার সফিউল আলমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাব্বির আহমেদ, বিশেষ অতিথি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরে আলম, ইউনুস মিয়া (মেম্বার), এলাকার গণ্যমান্য ব্যক্তি, কৃষক ও কৃষাণী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, তেল জাতীয় ফসলের আবাদ ও ফলন বৃদ্ধিতে সরকার কৃষকদের মাঝে প্রণোদনার ব্যবস্থা করেছে, এতে করে কৃষকগণ ১বিঘা জমির মধ্যে ১কেজি সরিষার বীজ, ১০কেজি ডিএপি সার ১০কেজি এমওপি সার পাবেন। এবছর সরকার, গত বছরের চেয়ে ২০দিন আগে বীজ দিবে। তাই কোন ভাবেই ফসলি জমি খালি রাখা যাবেনা। উপসহকারী কৃষি অফিসার সফিউল আলম বলেন, এখানে প্রায়ই সব জমি এক ফসলী, এইসব জমিগুলোকে দুই ফসলী বা তিন ফসলি জমিতে রূপান্তরিত করা সম্ভব, তাই স্বল্প মেয়াদী সরিষা বারি সরিষা-১৪ চাষ করে স্বল্পমেয়াদী বোরো ধান, ব্রিধান -৮৮, ব্রিধান -৯৬, এবং বঙ্গবন্ধু ধান-১০০ করা সম্ভব। এবং পরে বর্ষাল বা বোনা আমন করা যেতে পারে।
আরও উল্লেখ করে বলেন, গত বছর সরিষার আবাদ বৃদ্ধিতে বিজয়নগর বিশেষ অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে সফিউল আলম ও দ্বিতীয় শ্রেষ্ঠ কৃষি অফিসার, সাব্বির আহমেদ নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই বলেন, এই অর্জন সমস্ত কৃষকদের জন্যই সম্ভব হয়েছে, যেহেতু ওনারা পরিশ্রম করেছে, এই প্রাপ্য ওনাদেরই। এই স্বীকৃতি প্রদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক সুশান্ত সাহাকে ধন্যবাদ জানান। পরিশেষে সভাপতির বক্তব্যে আলোচনা সমাপ্ত করা হয়।