চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ৩,আহত ৫

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৫:১৭:১৭ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ৩,আহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনটি পৃথক সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। শনিবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এবং ভাটিয়ারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় মহাসড়কে বাসের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

অপরদিকে রাত সাড়ে ৯টার সময় একই ইউনিয়নের মদনহাট এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। জানা যায়, গোপাল জলদাস (৫৫) নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় হেঁটে সড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি মোটর সাইকেলের সামনে এসে পড়ে গুরুতর আহত হন।

এসময় মোটর সাইকেল আরোহী আবদুল্লাহ আল নোমান(১৯) সড়ক থেকে ছিটকে পিলারের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে রাতে চমেক হাসপাতালে গোপাল জল দাস মারা যান।

এছাড়া রোববার (৮ অক্টোবর) সকালে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোমানের মৃত্যু হয়। নিহত মোটর সাইকেল আরোহী নোমান উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলতলা এলাকার মোঃ নাজিম উদ্দীনের ছেলে এবং সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী। গোপাল জলদাস একই ইউনিয়নের বগুলা বাজার এলাকার জেলে পাড়ার বসন্ত জল দাসের ছেলে।

অপরদিকে রাত ১০ টা২০ মিনিটের সময় ভাটিয়ারী ইউনিয়নের পোর্টলিংক এলাকায় ঢাকামূখী লেনে উল্টোপথে আসা ব্যাটারী চালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৫জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বগুলা বাজার এলাকায় বাসের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছে। এঘটনায় বাস ও চালক আটক আছে। থানায় মামলা হয়েছে। এবং মদনহাট এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় গোপাল জল দাস নামে ১জন মারা গেছে শুনেছি। বাকি দূর্ঘটনার ব্যাপারে আমি অবগত নয়।

আরও খবর

Sponsered content