দেশজুড়ে

স্বাস্থ্যবিধি না মানায় বাঁশখালীতে ২৩ মামলায় ৩৯ জনকে জরিমানা

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ৮:০৩:১৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বাঁশখালীতে লকডাউন চলাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ২৩ টি মামলা ও ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে বাঁশখালী উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউতে সংক্রমণ বৃদ্ধি রোধ করতে উপজেলা সদরে অভিযান চালানো হয়ে। এসময় স্বাথ্যবিধি অমান্য করায় ২৩ টি মামলায় ৩৯ জনের কাছ থেকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এই অভিযান চলবে জানিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে বলেন নির্বাহী কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by