রংপুর

উলিপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৪:২২:০৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

কুড়িগ্রামের উলিপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন করা হয়েছে।

সরেজমিন বুধবার (১৮ অক্টোবর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, সকল শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীরা শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বিশেষ র‍্যালী প্রদর্শন করেন। পরে আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার পৌরসভাধীন সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামিলীগ উলিপুর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি আলহাজ্ব  আব্দুল মজিত হারি শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন বলেন, উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেলের জন্মবার্ষিকী যথাযথ ভাবে উদযাপনের জন্য স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ই-মেইলে এবং সরাসরি চিঠি দেয়া হয়েছে। আশাকরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আরও খবর

Sponsered content