প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ৪:২৮:১৫ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ সমারেশ রায়,ওসি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,লিপিকা ঢালী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ,উপজেলা কৃষিবিদ জাহাঙ্গীর আলম,অধ্যাপক মিহির বরন মন্ডল, পাইকগাছা আলিম মাদ্রাসা অধ্যক্ষ আজাহার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসিবুর রহমান,ডাঃ সুজন কুমার, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার দাশ,শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, চেয়ারম্যান অধ্যাক্ষ আবুল কালাম আজাদ,কে এম আরিফুজ্জামান তুহিন,রিপোন কুমার মন্ডল, আব্দুস সালাম কেরু, জিয়াদুল ইসলাম জিয়া, সোরাইয়া বানু ডলি, রমেন্দ্রনাথ মন্ডল, আনিছুর রহমান মুক্ত, প্যানের চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ,সহ সভাপতি আঃ আজিজ।
উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,চেয়ারম্যান ও সাংবাদিকরা।আইন শৃঙ্খলা সভায়, ২৮অক্টোবর ঢাকায় বি এনপি নৈরাজ্য ঘটনায় পুলিশের কর্মকর্তা নিহত হওয়ায় অনুষ্ঠানে ১মিনিট নিরাবতা পালন করেন।সভায় উপজেলায় বিভিন্ন বিষয় আইনশৃঙ্খলা বজায় রাখা, চুরি,ছিনতাই সহ অপকর্মকান্ড, থেকে সকলে সচেতন থাকার বিষয় সভায় গৃহীত হয়।