আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২১ , ৩:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নরওয়েতে কৌশলগত বি-ওয়ান বোমারু বিমান পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এক টুইটার বার্তায় লিখেছে, মার্কিন বিমানবাহিনীর এ সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপে শান্তি, নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

দূতাবাস আরও বলেছে, আমেরিকার এসব বোমারু বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে বলে তা মোতায়েন করা হলে ভয়ংকর পরিণতি বয়ে আনতে পারে।

মার্কিন বিমানবাহিনীর প্রধান চার্লস ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন, তার বাহিনী শিগগিরই নরওয়েতে সাময়িকভাবে বি-ওয়ান বোমারু বিমান মোতায়েন করার কাজ শুরু করবে। তিনি মার্কিন বিমানবাহিনীর এ সিদ্ধান্তকে ‘বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা’র ফসল বলে দাবি করেন।

আরও খবর

Sponsered content

Powered by