ঢাকা

আশুলিয়ায় ৩২টি কারখানা সাধারণ ছুঁটি; পরিস্থিতি শান্ত

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৫:০৪:১৫ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় ৩২টি কারখানা সাধারণ ছুঁটি; পরিস্থিতি শান্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে চলে আসা পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ পরিস্থিতি অনেকটাই শান্ত ছিলো।প্রাথমিকভাবে জানা গেছে এ অঞ্চলের ৩২ টি কারখানা সাধারণ ছুঁটি ঘোষণা করেছে।

বুধবারে (১ নভেম্বর) পুরো কর্মদিবসে এনভয়, হা-মিম, ডেকো, শারমিন, এফএনএফ, দি রোজ ও পলমলসহ ৩২টি কারখানায় সাধারণ ছুঁটির আওতায় ছিলো। এদিনে জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় ঘুরে কোনো শ্রমিকদের জড় হতে দেখা যায়নি। বিক্ষোভ বা মিছিলের কোনো ঘটনায় ঘটেনি। তবে সড়কে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, জামগড়া ও তার আশেপাশের এলাকায় অবস্থিত এনভয়, হা-মিম, ডেকো, শারমিন, এফএনএফ, দি রোজ ও পলমলসহ ৩২টি কারখানায় সাধারণ ছুঁটি চলছে। ফ্যাশন ফোরাম, আইডিএস, উচ্ছো ফ্যাশন নামে আরো ৩ টি কারখানায় সকালে শ্রমিকরা গেলে তাদেরও ছুঁটি দেওয়া হয়। এছাড়া জিটকো নামে একটি কারখানার শ্রমিকরা নিজেরাই কারখানা থেকে সকালে বের হয়ে যায়। শুধুমাত্র নাসা গ্রুপের কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভের চেষ্টা করেছিল, পুলিশের অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে আর সড়কে আসেনি।

এদিকে বিভিন্ন কারখানা গতকাল বন্ধ দিয়ে নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গত দিনগুলোর চেয়ে বুধবার পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। রাস্তার পাশে কিছু কারখানা বন্ধ রয়েছে।

আরও খবর

Sponsered content