চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির অবরোধ চলাকালে মিছিল, সড়ক অবরোধ

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ৪:০৫:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে বিএনপির অবরোধ চলাকালে মিছিল, সড়ক অবরোধ

চট্টগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর বিএনপি’র ঝটিকা মিছিলেই এগোচ্ছে দেশব্যাপী ঢাকা বিএনপি’র তৃতীয় দফা অবরোধ। স্বাভাবিক নগর জীবনে অবরোধের কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। কেবল দূরপাল্লার পরিবহণ বন্ধ থাকা ছাড়া অবরোধের আর কোনো চিহ্ন জনগণ দেখতে পায়নি। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর বিএনপি’র ঝটিকা মিছিল যেনো অবরোধের নিয়মিত রূপ।

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চকবাজার অলি খা মসজিদ মোড় এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের নেতৃত্বে মিছিলও সড়ক অবরোধ করা হয়েছে।

তাছাড়া নগরীর পাহাড়তলী ডি টি রোড়ে যুবদলের উদ্যোগে নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে মিছিল, বুধবার রাতে আমবাগান রোডে খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেনের নেতৃত্বে থানা যুবদলের মশাল মিছিল, অবরোধের সমর্থনে সকালে অক্সিজেন এলাকায় বায়েজিদ থানা যুবদলের মিছিল ও সড়ক অবরোধ, অবরোধের সমর্থনে বুধবার রাতে পুরাতন চাঁন্দগাও থানা ও পেট্রোল পাম্প এলাকায় থানা ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান আলফাজের নেতৃত্বে চাঁন্দগাও থানা ছাত্রদলের মশাল মিছিল, বুধবার রাতে চাঁন্দগাও বাহির সিগন্যাল এলাকায় চান্দগাও থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রুবেলের নেতৃত্বে মশাল মিছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তাছাড়া দুপুরে আরাকান সড়কের গুমদন্ডী ফুলতলী এলাকায় বোয়ালখালী উপজেলা বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে অবরোধের সমর্থনে লালিয়ার হাট এলাকায় হাটহাজারী বিএনপি’র অবস্থান, সড়ক অবরোধ ও মিছিল করেছে ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে কর্নফূলীতে অবরোধের সমর্থনে মিছিল করেছে।

অপরদিকে নগরীর চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট, আগ্রাবাদ, লালখানবাজার, বারিক বিল্ডিং মোড়, ইপিজেড মোড়সহ গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

আরও খবর

Sponsered content

Powered by