প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ৭:৫২:১৩ প্রিন্ট সংস্করণ
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন,সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে লেখনির মাধ্যমে বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়নের নাম সাংবাদিকতা নয়। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।
তিনি বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক মানবকন্ঠের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দীন মোহাম্মদ রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্পিনা রানী প্রামাণিক, এডিসি (দক্ষিণ) নোবেল চাকমা, মানবকন্ঠ চট্টগ্রাম ব্যুরো ইনর্চাজ হাসান মুকুল,স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী,সাংবাদিক গিয়াস উদ্দীন, এম এ হোসেন, ওমর ফারুক, মির্জা ইমতিয়াজ শাওন প্রমূখ। পরে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় কেক কাটেন।