ঢাকা

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ২ বগি ভস্মীভূত

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৫:০৮:৫০ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ২ বগি ভস্মীভূত

ভোর রাতে টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দু’টি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের আরো একটি বগি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত তিনটায় উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী ট্রেনে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতার বাইরে ছিলো।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রেনের তিনটি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও খবর

Sponsered content