রংপুর

ঠাকুরগাঁওয়ে কিশোর-কিশোরীদের মাঝে উপকরণ বিতরণ

  প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ৭:২৮:১৩ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও ওড়াও সম্প্রদায়ের কিশোর-কিশোরীদের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও গøাভস বিতরণ করা হয়। শনিবার ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও হিমালয় মুক্ত মহাদল (স্কাউট) এর উদ্যোগে প্রায় ৫০ জন আদিবাসী ও ওড়াও সম্প্রদায়ের কিশোর-কিশোরীদের মাঝে করোনা উপকরণ বিতরণ করেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মন্ডল, সহযোগি অধ্যাপক আব্দুল মজিদ, ইংরেজী বিভাগের সহযোগি অধ্যাপক আব্দুল জলিল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, বাংলাদেশ স্কাউটের (এলটি) আঞ্জুমান আরা বেবী, ঠাকুরগাঁও হিমালয় মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, এসএসসি-৯১ ব্যাচের মিজানুর রহমান সরকার, আদিবাসী ওড়াঁও সংঘের সভাপতি ডমিনিক তিগ্যা, সাধারণ সম্পাদক মাইকেল মিনজ্, সদস্য সুবাস কুম্মা।

Powered by