দেশজুড়ে

লকডাউন হলো হাটহাজারী

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৬:০৭:৪৭ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

দেশে সৃষ্ট করোনার সংক্রমন ঝুঁকি বিবেচনা করে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সোমবার ( ২০ এপ্রিল) সকাল ছয়টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়ে সোমবার (২০এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাটহাজারী উপজেলা লকডাউন থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এক প্রজ্ঞাপনে তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক বা নৌপথে কেউ এই উপজেলা থেকে অন্য উপজেলা বা অন্য উপজেলা থেকে কেউ এখানে আসতে পারবেন না। তবে জরুরি পরিসেবায় নিয়োজিত সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।

আরও খবর

Sponsered content