দেশজুড়ে

রায়পুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ আদালতের নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ৪:৩৭:২২ প্রিন্ট সংস্করণ

রায়পুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ আদালতের নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরের রায়পুরে এক জেলে পরিবারের জমি দখলের লক্ষে হামলা চালিয়ে জমির বিভিন্ন ধরনের অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। গত সোমবার উপজেলার চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৭ নভেম্বর) রাতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জেলে মনির হোসেন খান। এদিকে মঙ্গলবার দুপুরে প্রথম পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ওই নালিশি জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন প্রভাবশালী রাশেদ খলিফা, সরোয়ার খলিফা, রুহুল আমিন খলিফা, সিদ্দিক খলিফা, সেলিম খলিফাসহ

সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন।

বাদী পক্ষের মনির হোসেন খান অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক জমি দখল করে জমিতে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। বিবাদীরা প্রচলিত আইন-কানুনের কোনো ধার ধারেন না। কোনোভাবে অন্যের বিষয়-সম্পত্তির ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে অর্থ আত্মসাৎ করাই তাদের নেশা।

তবে অভিযোগ অস্বীকার করে রাশেদ খলিফা বলেন, ‘আমরা আমাদের জমিতে নির্মাণ কর করছি। উল্টো আমাদের নির্মাণ সামগ্রী পেলে নিয়ে তারা আমাদের জমি দখলচেষ্টা করে। এসময় আমারও থানায় মামলা করেছি। ওই জমি যিনি নিজের দাবি করছেন, তাঁর কাগজপত্র থাকলে তিনি দেখাবেন। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সামছুল আরিফিন বলেন, জমি দখলের চেষ্টাসংক্রান্ত উভয় পক্ষের দু’টি অভিযোগ পেয়েছি। বিরোধকৃত জমি নিয়ে উভয় পক্ষের আদালতে একাধিক মামলাও রয়েছে। আদালতের আদেশ পেয়েই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by