দেশজুড়ে

বড়াইগ্রামে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৩ , ৪:১০:১৩ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে চলতি মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বনপাড়া খাদ্য গুদামে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ হিরন, চাল কল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, চলতি মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৬৬৩ মে.টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ২৯৫০ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Powered by