চট্টগ্রাম

মতলব উত্তরে ইটভাটার মালিককে ১লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২২ , ৮:৫৬:৪৫ প্রিন্ট সংস্করণ

সম্রট সিকদার, মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

২৬ জানুয়ারী বুধবার মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলীতে মতিন-মনোয়ারা ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ।

উপজেলা সহকারী কমিশনার জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুসারে ওই ইট ভাটাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।

এছাড়া উপজেলার ছেংগারচর বাজার, সাদুল্যাপুরসহ আশেপাশের কয়েকটি স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে মোবাইল কোর্টের অভিযানে ৭ জনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ জানান, “শুধু ইটভাটা কেন যেখানে অন্যায়, অনিয়ম সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আর করোনা যেহেতু এখন প্রকট আকার ধারণ করেছে তাই স্বাস্থ্যবিধির মানার বিষয়ে সকলকে আন্তরিক ও যত্নবান হতে হবে।”

আরও খবর

Sponsered content

Powered by