খুলনা

পাইকগাছায় ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ৭:৩০:৫২ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

দিবসটি উদযাপনে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির শুভ উদ্বোধন করেন দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা- ৬ আসনের নৌকার মাঝি মো. রশীদুজ্জামান। সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনান্দ মোহন বিশ্বাস, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার সঞ্চালনায় পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুক্ত অধিকারী, রিপন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ বাছাড়, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাওন, আবির হাসান অনিক, দপ্তর সম্পাদক সংগ্রাম আচার্য, সোলাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম রায়হান, লস্কর ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক ওলিউর রহমান সেলিম, সৌমেন মন্ডল, সোহানুর রহমান সোহান, আতাহারুল ইসলাম লাবিব, মহিবুল্লাহ গাজী, রায়হান হোসেন রনি, টুটুল দেবনাথ, সাইফুল ইসলাম, পূজা সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content