বরিশাল

পাথরঘাটায় তাইফান্ড ট্রাস্টের আয়োজনে ইসলামী আনুষ্ঠান

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২১ , ৫:২৬:০২ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় সেবামুলক দ্বীনি প্রতিষ্ঠান ‘তাইফান্ড ট্রাস্ট’র আয়োজনে ইসলামী প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল থেকে তেলাওয়াত, হামদ্ নাত, আজান, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এশার নামাজের পর বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে দোয়া মিলাদের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র প্রয়াত মল্লিক মোহাম্মদ আইয়ুব ২০১৮ উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান শুরু করেছিলেন। যা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান ‘তাইফান্ড ট্রাস্ট’র সদস্য সচিব আব্দুর রহিম।

এতে মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমইয়াতে হিজবুল্লাহর সহ-সভাপতি মাওলানা গোলামুর রহমান, প্রভাষক খলিলুর রহমান, মাওঃ গোলাম কিবরিয়া, হাফেজ শাহাদাত, মাওঃ সাইফুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

 

আরও খবর

Sponsered content