সোহরাব হোসেন, বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ভূমিহীন ও গৃহহীনদের দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
বেলা ১১ টায় শুরু করে বরগুনা সদর উপজেলা, বামনা এবং পাথরঘাটা উপজেলায় প্রধানমন্ত্রী উপহারের দেয়া ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান, বরগুনা সহকারী কমিশনার ভূমি নিজামুদ্দিন, বরগুনা সদর উপজেলা প্রকৌশলী এলজিইডি জিয়াউল আমিন, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, সহ, জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ আরো অনেকে।
ঘর পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের এই কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বরগুনা এই কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে জানান তিনি।