দেশজুড়ে

মাদারীপুর কারাগার থেকে করোনা ভাইরাস জনিত কারণে ৪জনকে মুক্তি

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৭:০৬:১৭ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার শংকর জানান, কারা অধিদপ্তর থেকে ৪জনের মুক্তির আদেশ আসলে, আজ দুপুরে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে মাদরীপুর কেন্দ্রীয় কারাগার থেকে জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে

মুক্তি প্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম পিতা ফিরোজ মাহমুদ, মো. আবুল কালাম পিতা হোসেন সরদার, মো. ফারুক মোল্লা পিতা খালেক মোল্লা, ইমারত তালুকদার পিতা কমদ আলী তালুকদার তারা উভয়ই মাদারীপুর জেলার বাসিন্দা এবং মাদক মামলায় সাজা প্রাপ্ত হয়ে তাদেও সাজার অধিক সময় সাজা খেটে ফেলেছেন

উল্লেখ্য করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া হাজতি সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে ৪জনকে মুক্তি দেওয়া হলো সম্প্রতি মাদারীপুর কারাদপ্তর থেকে কারাঅধিদপ্তরে কারা মুক্তির জন্য পাঠানো প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামী (হাজতি) ২০ জন, লাইফ সাজাপ্রাপ্ত বন্দী ৫জন, সব মিলিয়ে ৭৪ জন

কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে ৭৪ জনের নামের তালিকা কারা অধিদপ্তরের পাঠানো হয়েছে জেলা কারাগারে ৩৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৪৮৬ জন কয়েদি রয়েছে তাদের দেখভাল করার জন্য কারারক্ষি হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন উল্লেখ্য করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া হাজতি সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে তালিকা পাঠানো হয়ে ছিল

মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার শংকর জানান, প্রাথমিক ভাবে মুক্তি প্রাপ্ত ৪জনের নাম আমাদের কাছে  কারাঅধিদপ্তর থেকে আদেশ আসলে তাদের মুক্তি প্রদান করা হয় এবং পরবর্তীতে আবার যাদের মুক্তির আদেশ আসবে তাদের মুক্তি দেওয়া হবে

আরও খবর

Sponsered content