রাজশাহী

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৫:৫২:০৪ প্রিন্ট সংস্করণ

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর রদিয়া আক্তার রুহি (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর চাচা রনি, শিশুর সৎমা আব্দুর রহমানের দ্বিতীয় স্ত্রী সোনিয়া এবং আব্দুর রহমানের শ্বশুর জিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, রুহি হিমাইল গ্রামের আব্দুর রহমানের প্রথম পক্ষের মেয়ে। তার প্রথম স্ত্রী পাশেই বাবার বাড়ি থাকেন। মেয়ে রুহি তার মায়ের সঙ্গে থাকলেও প্রায় প্রতিদিন দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে যেত। গত ২৪ মে সকাল বেলা ১১টার দিকে রুহি দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে গিয়ে আর মায়ের কাছে ফিরেনি। এ ঘটনায় রুহির মা। ২৫ মে কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।