প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২১ , ৬:৪৯:১২ প্রিন্ট সংস্করণ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ইউপি সদস্য আমিনুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের ও পত্রিকায় মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার সচেতন নাগরিক।
শনিবার দুপুরে সচেতন নাগরিকের ব্যানারে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারে আঞ্চলীক মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক আনসার ভিডিপি কমান্ডার আব্দুল ওয়াহাব জাদু মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক হোসেন ও ব্যবসায়ী মাইদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক শত্রুতার জের ধরে একটি মহল এলাকার ইউপি সদস্য ও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ করেন এবং উক্ত অভিযোগের ভিত্তিতে একটি পত্রিকা মনগড়া সংবাদ প্রকাশ করে।
আমরা উক্ত অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।