বাংলাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৪ , ৮:১৯:০৩ প্রিন্ট সংস্করণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

বুধবার (২৭ মার্চ) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রীসহ অন্যান্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। শেখ হাসিনার বাংলাদেশে কেউ দুর্যোগের কারণে না খেয়ে থাকবে না।

গত ২৫ মার্চ কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত এলাকায় টিন, শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্রতিদিন ইফতারিসহ খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by