দেশজুড়ে

হরিণাকুণ্ডুতে ৫ হাজার নিম্ন অয়ের মানুষকে ত্রাণ সহায়তা

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৪:১২:০৩ প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম, ঝিনাইদহ : করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ঘরবন্দী নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া হাজার দরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্র্ণসামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহ হরিণাকুণ্ডু আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দকী সমি। ব্যক্তিগত অর্থায়নে প্রত্যেক পরিবারকে কেজি চাল, কেজি আলু ৫০০ গ্রাম করে ডাল দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা

রবিবার সকাল থেকে উপজেলার পার্বতীপুর, ফতেপুর, দৌলতপুর, রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় শতাধিক নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও গত সপ্তাহে উপজেলার একটি পৌরসভা ৮টি ইউনিয়নে আরও প্রায় সাড়ে হাজার হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্যের প্রতিনিধি

বিষয়ে সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী বলেন, মাননীয় সংসদ সদস্য সমি সিদ্দিকীর পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় দরিদ্র খেটে খাওয়া দিন মজুরদের খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল আলু দেওয়া হচ্ছে। এছাড়াও মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে মানুষকে সচেতন করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করা হয়েছে। সংসদ সদস্য নিজেই প্রতিনিয়ত সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিম্ন আয়ের এসব মানুষকে সংসদ সদস্য সমি সিদ্দিকীর পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান

আরও খবর

Sponsered content

Powered by