প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ৫:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ
গত আগস্টের আগেও যিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন, নৌকা পক্ষে স্লোগান দিয়েছেন, নৌকার ভোট চেয়েছেন, তিনিই বর্তমানে ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি।
ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের। ওই ইউনিয়নের উত্তর শাখা শ্রমিকদলের বর্তমান সভাপতি বাদসু সর্দার। অভিযোগ উঠেছে, ২০২২ সালের ১৫ জুন কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেনের পক্ষে নৌকার স্লোগান দেয়া ও ভোট চেয়েছেন বাদসু সর্দার। তার ভোট চাওয়ার কিছু ছবি ও ভিডিও ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা ইতেমধ্যে গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌঁছেছে। নৌকার কর্মী এখন ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি পরিচয় দেয়ায় ক্ষোভ দেখা দিয়েছে ওই ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
এমন অভিযোগ করে কালমা ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাজাহান মুন্সি বলেন, নৌকার কর্মী যখন শ্রমিকদলের সভাপতি পরিচয় দেয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বিগত ১৫ বছরে বিএনপির নির্যাতিত কর্মী রেখে কেনো নৌকার কর্মী বাদসু সর্দার কে শ্রমিকদলের সভাপতি বানাতে হবে? সে পতিত আওয়ামী লীগের ক্ষমতার সময় সুবিধা নিয়েছে, এখন আবার বিএনপির পদে সুযোগ নিয়েছে।
তিনি বলেন, বাদসু সর্দার কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভোট চেয়েছেন, সভা সমাবেশ ও উঠোন বৈঠক করেছেন। যার ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। আমি এ বিষয়ে দলের ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ের সকলকে জানিয়েছিলাম। কিন্তু দু:খের বিষয় এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা।
এদিকে নৌকার কর্মী থাকার বিষয়টি অস্বীকার করে কালমা ইউনিয়ন উত্তর শাখা শ্রমিকদলের সভাপতি বাদসু সর্দার বলেন, ছবিগুলো এডিট করা।
লালমোহন উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহীন হাওলাদার বলেন, বাদসু সর্দার কখনও নৌকা মার্কায় ভোট চেয়েছেন কিনা এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।