দেশজুড়ে

আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৩:৫৩:৪৫ প্রিন্ট সংস্করণ

আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে

আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, নিজের পিতার ছবি বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজনৈতিক মাঠে পানি ঘোলার অপচেষ্টা করছে বলে জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ।

সোমবার দুপুরে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, খাদেম মিয়া মুল নাসির আলাপ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ইউনুস সরকার জনগণের আন্দোলনের ফসল, আপনাদের শুধু সংস্কার করলে হবে না, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন।

আরও খবর

Sponsered content