প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:২০:২৫ প্রিন্ট সংস্করণ
রাঙ্গুনিয়া রাজার হাট অটোরিক্সা অটোটেম্পু জিপ ও মাইক্রো চালক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন নিয়ে চলছে তেলেসমাতি। ২০১৪ সালে নিবন্ধিত (নং ১২১৪০) এই সমিতির বর্তমান সদস্য ৫৪৮ জন। ১৫ ফেব্রুয়ারী শনিবার নির্বাচন হবার কথা ছিল কিন্তু কোন অদৃশ্য হাতের ইশারায় উপজেলা সমবায় অফিসার দিবাকর দাশ মান্না নির্বাচন স্থগিত করে দেন। এব্যাপারে সমবায় কর্মকর্তা নির্বাচন স্থগিতের জন্য কিছু রাজনৈতিক প্রভাবশালীকে দায়ী করছেন। তিনি নির্বাচন নিয়ে শংকিত, তাই ভয়ে নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেছেন। যদিও সমিতির ৫৪৮ জন সদস্যরা বলছেন নির্বাচনে তাদের পক্ষে কোনরূপ বাধা নেই। হঠাৎ করে নির্বাচনের একদিন আগে গত ১৩ ফেব্রুয়ারী সমিতির সদস্য নয় এমন গুটি কয়েক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভোট বন্ধ করা সেটা সমবায়ের চরম দায়িত্বহীনতার প্রকাশ পেয়েছে।
সমিতি সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ২৬-২৮ জানুয়ারি নমিনেশন ফরম বিতরণ, ২৯ জানুয়ারি দাখিল, ৩০ জানুয়ারি যাচাই, ২/৩ ফেব্রুয়ারী আপিল, ৪/৫/৬ ফেব্রুয়ারী আপিল শুনানি, ৮ ফেব্রুয়ারী প্রত্যাহার, ৯ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ১৫ ফেব্রুয়ারী ভোট গ্রহণের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন।
সমিতির কার্যক্রম সুত্রে জানা গেছে, সাবেক সভাপতি মো. সোহেল আজাদ ও অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন পলাতক থাকায় গত ৬ মাস ধরে সমিতির কার্যক্রমে ভাটা পড়ে। যার কারণে ২০২২ সালে কমিটি বিলুপ্তির পর উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনের দায়িত্ব প্রদান করা হয়। এই কমিটির প্রধান করা হয় সমবায় কর্মকর্তা, অফিস সহকারী ও সমিতির সদস্য জরিপ আলীকে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন সভাপতি পদে আনোয়ার ও হাফেজ, সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মো. এনাম, ইফতেখার হোসেন হিরু, মো. রুবেল, সহ সভাপতি পদে মো. এরশাদ, মো. নুরুল আলম ও মো. জুয়েল, অর্থ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম প্রকাশ চায়না ও মিল্টন দাশ, সদস্য পদে মো. রুবেল, আক্তার হেসেন, মো. মোরশেদ আলম এবং সদস্য প্রার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ ভোট পাওয়া একজন যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হবেন। নির্বাচনে এই ১৩ প্রার্থী সবরকম প্রস্তুতি সম্পন্ন করলেও হঠাৎ নির্বাচন স্থগিত হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।