প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৪:৪৮:৩২ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস এর আটোয়ারী উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস, আটোয়ারী উপজেলার আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ছাইফুল আলম, বাংলাদেশ স্কাউটস দেবীগঞ্জের সহকারী পরিচালক মো. বাচ্চু মিয়া, বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা সম্পাদক মফিজুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে জেলা স্কাউটস নেতৃবৃন্দের সহযোগিতায় কন্ঠ ভোটে প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুশকে কমিশনার এবং প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হককে সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউটস এর নতুন কমিটি গঠন করা হয়।