দেশজুড়ে

আটোয়ারীতে হাসপাতাল চালু বিষয়ে প্রস্তুতিমূলক সভা

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৭:৪৪:৩৯ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী(প গড়) প্রতিনিধি : প গড়ের আটোয়ারীতে স্থাপিত শুভ ডায়াবেটিস হাসপাতাল চালু বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। প্রায় চার বছর আগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা আটোয়ারীতে ডায়াবেটিস হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহন করেন। তাঁর উদ্যোগকে সাড়া দিয়ে উপজেলার ছোটদাপ গ্রামের আলহাজ মো. রিয়াজুল ইসলাম (রিন্টু) ডায়াবেটিস হাসপাতালের নামে উপজেলার বড়দাপ পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পাকা রাস্তা সংলগ্ন ২৫ শতক জমি দান করেন। জমি দাতা রিন্টু বলেন, তার একমাত্র কলেজ পড়–য়া পুত্র সন্তান এস.এইচ শুভ ঢাকার এক কলেজে লেখাপড়া করতো। সে একদিন বন্ধুমহলসহ শিক্ষা সফরে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তারই স্মৃতি বহন করার জন্য হাসপাতালটির নামকরণ করা হয়েছে ‘শুভ ডায়াবেটিক হাসপাতাল’। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নুর বক্ত, জমিদাতা আলহাজ মো. রিয়াজুল ইসলাম (রিন্টু), তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ প্রমুখ।
 

আরও খবর

Sponsered content

Powered by