চট্টগ্রাম

আনোয়ারায় বাসে আগুন

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ৩:২২:৫০ প্রিন্ট সংস্করণ

আনোয়ারায় বাসে আগুন

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের ২য় দিন আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ট্রাফিক পুলিশ বক্স এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ বাস মালিক নাইম উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি সকালে কেইপিজেড এর শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে রাতে পার্কিং করে রাখা হয়েছিল। ভোর ৪টায় গাড়ি চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের পরামর্শে গাড়িটি ওয়ার্কশপে নেওয়া হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা জানান, চাতরি চৌমুহনী বাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে অবরোধের দ্বিতীয় দিন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ও ঝটিকা মিছিল করেছে। এ মিছিলগুলোর স্থায়িত্ব তিন থেকে চার মিনিটের বেশি নয় বলে প্রশাসনের দাবি। ভোরে বা সন্ধ্যায় রাতে আধারে ঝটিকা মিছিল ছাড়া সারাদিন রাজপথে দেখা না মেলায় গণপরিবহনসহ সবধরণের গাড়ীর সংখ্যা সড়কে বেড়েছে।

অবরোধের দ্বিতীয় দিন সকালে ভোরে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় ১০ উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মিছিল করে। সকালে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করেছে ১০ উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি। একই সময়ে পাহাড়তলী বাজারে নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে মিছিল হয়।
কালা মিয়া বাজার ও রাহাত্তার পুল এলাকায় বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছে বাকলিয়া থানা যুবদল। ১১ টায় নগরীর চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইট ও পবর্তক মোড় এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সদস্য সচিব বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনেও নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াত। এরমধ্যে চকবাজার, কোতোয়ালি, বাকলিয়া, হালিশহর, ডবলমুড়িং, খুলশী ও পাহাড়তলীতে জামায়াত কর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে তাদের ফেসবুক পেজ সূত্রে জানা যায়।

আরও খবর

Sponsered content