দেশজুড়ে

বাগেরহাটে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৬:২০:২৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার জাতীয় মহিলা সংস্থার উদ্দ্যোগে বাগেরহাটে এসিলাহা মিলাতয়নে অনুষ্ঠিত চেক বিতরনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম এর সভাপতিত্বে ও প্রশিণ কর্মকর্তা শবরী এদবর এর পরিচালনায় অনুষ্ঠিত বাগেরহাটে উদ্যোক্তাদের উদ্ধুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদুজ্জামান, সমাজ সেবা উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মোঃ কাওসারুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে পাঁচটি ট্রেডের ১৫০ জন নারী উদ্যোক্তাকে ১৪ লক্ষ ৭৯ হাজার ৪ শত ৫০ টাকার চেক প্রদান করা হয়। জাতীয় মহিলা সংস্থার বাগেরহাট জেলা শাখা

আরও খবর

Sponsered content

Powered by