ঢাকা

আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে ৬ বাড়ি ভাংচুর; আহত ১

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৯:০২ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র ৬ বাড়ি ভাংচুর; আহত ১

সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যুবলীগের কর্মীরা যুবদলের পরিচয়ে ৬টি বাড়িঘরে অতর্কিত হামলা ও ভাংচুর করেছে বলে এমন অভিযোগ ভুক্তভোগী ডিস ব্যবসায়ী আব্দুল লতিফ আকাশ সহ অন্য বাড়ির মালিকদের। এ নিয়ে ওই এলাকায় জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। 

শনিবার দুপরে ভুক্তভোগীদের কাছ থেকে  এই সব তথ্য পাওয়া যায়। এরআগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া দুই সতীনের পুকুরপাড় এলাকায় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী লতিফসহ ওসমান গণি নামে আরও এক বাড়ীর মালিক থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যগাজীরচট এলাকায় ২০০৮ সাল থেকে ডিসলাইন সংযোগ দিয়ে সুনামের সাথে ব্যবসা করে আসছেন আব্দুল লতিফ আকাশ। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম মধ্য গাজীরচট ক্যাবল নেটওয়ার্ক। এরপরে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করার পর বিবাদীরা দলীয় প্রভাবে জোর পূর্বকভাবে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ডিসলাইন দখল করে তারা অবৈধভাবে এলাকার মধ্যে ডিসলাইন সংযোগ দিয়ে চালাচ্ছে। এপর্যন্ত তারা নিয়মিত ভাবে আইডিয়াল ক্যাবল নেটওয়ার্ক এর নামে ফিড ভাড়া পরিশোধ করে আসছে লাইসেন্স সচল রাখার জন্য। তাদের ডিসলাইনের ভাড়া উঠাতে নিষেধ করলে বিবাদীগণ তাদের সাথে খারাপ আচরণ করে হুমকী দিয়ে তাদের উপর হামলা করে। পরে বাদীর লোকজনকে মারধর করতে গত ২৭শে সেপ্টেম্বর  রাত ৮টার দিকে একই এলাকার তোতা মিয়ার ছেলে মো.সোহাগ (৩০), মৃত আবু সাইদ এর ছেলে মো.সিয়াম (২০) ও মো.রনি (৩০) এর নেতৃত্বে লোহার রড, লাঠি, ছোরা, রামদা ও চাপাটিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ীতে ঢুকে বাদীকে না পেয়ে বিবাদী ও তাদের সহযোগীরা বাড়ী, ঘর ভাংচুর করে। এবং বাড়ীর গেট, দরজা, জানালা কোপায় ও ভাংচুর করে। বাড়ীর সামনের দোকান কুপিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করে। 

ভুক্তভোগী আব্দুল লতিফ আকাশ বলেন, যুবলীগের কর্মীরা যুবদলের পরিচয় দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান মধ্য গাজীরচট ক্যাবল নেটওয়ার্ক ডিস লাইন জোড় পূর্বক দখল করে। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে কথিত যুবদলের কর্মী সোহাগ, সিয়াম  রনির নেতৃত্বে প্রায় ১৫০ জন তাদের সহযোগী লোহার রড, লাঠি, ছোরা, রামদা ও চাপাটিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়ীতে ঢুকে ভাংচুর ও হামলা চালায়। এছাড়া আরও ৫ বাড়ির মালিকদের বাড়ীতেও ভাংচুর ও হামলা করে। পরে আমি কোন উপায় না পেয়ে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করি। আমি এর সুষ্ঠ বিচার চাই।

অন্যদিকে বাড়ির মালিকরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রনি, সোহাগ ও সিয়াম সহ আরও অনেক পোলাপান মাস্ক পরা ছিলো। তাদের অনেককে চিনি না। দেশীয় অস্ত্র নিয়ে তারা আমদের বাড়ীতে ঢুকে হামলা ও ভাংচুর করে। আমাদের কথা হচ্ছে ডিস ব্যবসা নিয়ে লতিফের সাথে সমস্যা থাকতে পারে। সেটা তারা বুঝবে। তবে আমাদের বাড়ীতে হামলা করা হলো কেন? এর সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানান বাড়ির মালিকরা।

এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মনিরুল ইসলাম বলেন, এখনও অভিযোগের কপি হাতে পাইনি, পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে একই রাতে আশুলিয়ার দরগাড়পার মীরবাড়ি এলাকায় সোহাগ ও সিয়ামের নেতৃত্বে তার সহযোগীরা একই এলাকার আব্দুস সালামের ছেলে আবিরকে কুপিয়ে জখম করে। বর্তমানে আবির সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি অভিযোগও দায়ের করেন।

আরও খবর

Sponsered content