বাংলাদেশ

আ.লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক সংস্কৃতি বদলে গেছে : ফখরুল

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ৭:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

 

গত একযুগের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণভাবে বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখানে এখন সত্য সুন্দর বলতে কিছু নেই, ন্যায় বলতে কিছু নেই। এখানে এখন ভয়াবহ প্রতিহিংসা, ভয়াবহ অন্যায়-অত্যাচার-নির্যাতন-ছাড়া আর কিছু নেই।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় এসব কথা বলেন। বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’র উদ্যোগে এই আলোচনাসভা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কথা বলতে পারি না, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি না। এক দম বন্ধ করা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ‘২-৩ দিন আগে অর্থনীতিবিদ রেহমান সোবহান লিখেছেন, আগে যে বাক্যটা লিখতে আমার এক মিনিট সময় লাগতো, সেই বাক্য লিখতে আমার ৭ দিন সময় লাগে। বার বার চিন্তা করতে হয় যে, কোনটা লিখব, কোনটা লিখবো না, কোন শব্দটা চয়ন করব, কোন শব্দটা চয়ন করব না। তাতে করে আবার আমার কী হবে? কোন বিপদে পড়ব? কোনো আইনের আওতায় পড়ে যাবো জানি না। এই হচ্ছে অবস্থা। এই বিষয়গুলো আজকে সারা বাংলাদেশে গ্রাস করে ফেলেছে। আমরা কথা বলতে পারি না, নিঃশ্বাস প্রাণ খুলে নিতে পারি না। একদম বন্ধ করা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে।’

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘ আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি একদিন অন্ধকার কেটে যাবে, অবশ্যই একদিন নতুন সূর্যের উদয় হবে, অবশ্যই একদিন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মতো মানুষেরা আমাদের সামনে এসে দাঁড়াবেন, অবশ্যই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

আলোচনাসভায় সংগঠনের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জহিরুল হক শাহজাদা মিয়া ।

আরও খবর

Sponsered content

Powered by